২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
কুমিল্লা ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে  স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট’র  জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • Updated Oct 22 2023
  • / 1069 Read



স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব’র আয়োজনে ৩য় স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক হাজী আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  


এরআগে সকাল ৯ টার দিকে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। 
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাইনুর রহমান তার বক্তব্যে সেনা কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক এ আয়োজনে পাশে থাকায় স্টার লাইন গ্রুপের প্রশংসা করেন। 
বিশেষ অতিথির বক্তব্যে হাজী আলাউদ্দিন বলেন, স্টার লাইন গ্রুপ ক্রীড়াঙ্গনে বরাবরে উৎসাহ ও প্রেরণা দিয়ে আসছে। এই উৎসাহ দিতে আমরা ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে পাশে ছিলো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। স্টার লাইন গ্রুপকে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব টুর্নামেন্টে স্পন্সর করার সুযোগ দেওয়ায় আমরা ক্লাব সভাপতির প্রতি কৃতজ্ঞ। তিনি অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। 


অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক ছায়েদুল হক মিন্টু, পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, পরিচালক মাঈন উদ্দিন, ফেনী জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য কেবিএম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক জসিম মাহমুদ, দৈনিক নয়াপয়গম’র সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ফেনী পৌর কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার, সাইফুর রহমান সাইফু, বাজুস ফেনী জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী চেম্বারের পরিচালক তাজুল ইসলাম ভূইয়া, প্রীতম ফর্নিচারের স্বত্বাধিকারি মো; শাহজাহান, ফেনী চেম্বারের সাবেক পরিচালক আব্দুল মোতালেব হুমায়ুন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আবু আহমদ আবু, শ্রমিক নেতা আজম চৌধুরী, ব্যবসায়ী লিটন পাটোয়ারী প্রমুখ।

Tags :

Share News

Copy Link

Comments *